Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষৎ পরিকল্পনা

টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অভীষ্ট-৯ এর অন্তর্গত অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ অপরিহার্য। একই সাথে গ্রামীন যোগাযোগ ব্যবস্থা উন্নতির মাধ্যমে কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এজন্য টেকসই অবকাঠামো এবং দারিদ্র্য বিমোচনের বিষয়টি লক্ষ রেখে খুলনা জেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অবকাঠামোগত উন্নয়ন করছে। এর মধ্যে রয়েছে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সড়ক, ব্রীজ ও কালর্ভাট  উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে হাট/গ্রোথসেন্টার নির্মাণ এবং গ্রামীণ হাট-বাজার নির্মাণ। এছাড়াও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ/পূণঃনির্মান ও রক্ষণাবেক্ষণ এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ ও মেরামত, সমাজিক অবকাঠামো উন্নয়ন ইত্যাদি। এলজিইডির অধীনে খুলনা জেলায় মোট সড়কের পরিমাণ ৬৪৭৪ কিলোমিটার। যার মধ্যে কাঁচা সড়কের পরিমাণ ৩৪৮২ কিলোমিটার ও পাকা সড়কের পরিমান ২৯৯২ কিলোমিটার। এ জেলায় মোট ১১৩ কিলোমিটার উপজেলা সড়ক, মোট ৭২ কিলোমিটার ইউনিয়ন সড়ক, এবং মোট ৩২৯৭ কিলোমিটার গ্রাম সড়ক কাঁচা রয়েছে। উপজেলা পর্যায়ে মোট ৬০৪ কিলোমিটার, ইউনিয়ন পর্যায়ে ৪৩৪ কিলোমিটার এবং গ্রাম পর্যায়ে ১৯৫৪ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এছাড়া এ জেলাতে মোট ১৫৯৮০ মিটার ব্রীজ/কালর্ভাট নির্মাণ করা হয়েছে, ৮১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর মধ্যে ৬৭টি ভবন নির্মাণ/পূণঃনির্মাণ করা হয়েছে।  সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন করার মাধ্যমে রূপকল্প ২০২১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য এলজিইডি, খুলনায় নি¤œবর্নিত পরিকল্পনা প্রণয়ন করেছে।